<p><br></p>
১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৩:২৪:৩৮ অপরাহ্ন


কমিশন বাণিজ্যের অভিযোগে আলোচনার শীর্ষে উপ বিভাগীয় প্রকৌশলী "রাকিবুল ইসলাম"
সিরাজ বিন আব্দুল্লাহ
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
কমিশন বাণিজ্যের অভিযোগে আলোচনার শীর্ষে উপ বিভাগীয় প্রকৌশলী "রাকিবুল ইসলাম"


সরকারি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের ইডেন ভবন উপ-বিভাগ–১-এর উপ বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম এর বিরুদ্ধে। একাধিক ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করেছেন, তিনি প্রতিটি সরকারি কাজের বিনিময়ে নির্দিষ্ট হারে কমিশন আদায় করেন এবং কমিশন না দিলে বিল আটকে রাখা বা কাজ বাতিল করে দেন।


স্থানীয় ঠিকাদারদের ভাষ্য, রাকিবুল ইসলামের অধীনে কোনো সরকারি প্রকল্পের কাজ পেতে হলে তার নির্ধারিত কমিশন দিতে হয়। কমিশনের পরিমাণ নির্ভর করে প্রকল্পের ধরন, বাজেট ও অনুমোদনের স্তরের ওপর। অনেক ঠিকাদার অভিযোগ করেছেন, কমিশন না দিলে ফাইল নড়ে না, এমনকি সম্পন্ন কাজের বিলও মাসের পর মাস আটকে রাখা হয়।


দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“রাকিবুল স্যারকে এখন সবাই অফিসে ‘কমিশন ক্ষেক’ নামেই চেনে। তাঁর অনুমোদন ছাড়া কোনো কাগজ এগোয় না। প্রতিটি কাজে তাঁর ভাগ ঠিক থাকে।”

সচিবালয়ের ১ নম্বর ভবনের নির্মাণ প্রকল্পের দায়িত্বেও ছিলেন এই রাকিবুল ইসলাম। অভিযোগ রয়েছে, এই প্রকল্পের অর্থের লেনদেনে তিনি কোটি টাকার অবৈধ কমিশন আদায় করেছেন। 


সম্প্রতি তিনি মগবাজার এলাকায় ২৫০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করেছেন, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। অথচ একজন সরকারি উপ-বিভাগীয় প্রকৌশলীর মাসিক বেতন মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকা, যা দিয়ে এত বড় সম্পদ কেনা প্রায় অসম্ভব।


অভিযোগের বিষয়ে জানার চেষ্টা করেও উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, বারবার মুঠোফোনে ফোন কল এবং খুদে বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।


দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জানান,

“যদি লিখিত বা যাচাইযোগ্য অভিযোগ পাওয়া যায়, আমরা বিষয়টি তদন্ত করব। প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয় ঠিকাদার সমাজ ও নাগরিক মহলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন সচেতন নাগরিক বলেন, “সরকারি প্রকল্পের টাকা জনগণের কর এর টাকা। এই টাকা যদি কমিশনের মাধ্যমে ভাগ হয়ে যায়, তাহলে উন্নয়ন হবে কীভাবে?”


সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের অভিযোগ নতুন নয়, তবে রাকিবুল ইসলামের মতো একজন উচ্চ পদস্থ প্রকৌশলীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরকে আবারও বিতর্কে ফেলেছে। এখন দেখার বিষয়— প্রশাসন কতটা দ্রুত ও দৃঢ়ভাবে পদক্ষেপ নেয়, নাকি অভিযোগের ধোঁয়াশায় ঘটনাটি চাপা পড়ে যায়।

শেয়ার করুন